
সনাতন ধর্মালম্বীদের অন্যতম পূণ্যস্থান বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার ঐতিহ্যবাহী দূর্গাসাগর দিঘিতে পূণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) সকাল থেকে এ উৎসবে হাজারও পুণ্যার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে মাধবপাশার দূর্গাসাগর এলাকা।
প্রতি বছর চৈত্রের অষ্টমী তিথিতে দূর্গা সাগরে এই স্নান অনুষ্ঠিত হয়। জাগতিক পাপ থেকে মুক্তি লাভের আশায় প্রতি বছরের মতো এবারও বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মালম্বীরা এখানে আসেন।
সকাল থেকে শুরু হয়েছে পূণ্যস্নান। চলবে বিকেল পর্যন্ত। পূণ্যার্থীরা গঙ্গাদেবীর উদ্দেশে ফুল, পূজা, অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে জগতের যাবতীয় সংকীর্ণতা ও পঙ্কিলতার আবর্তে ঘেরা জীবন থেকে পাপ মুক্তির বাসনায় এই পূ্ণ্যস্নান অনুষ্ঠিত হয়।
দূর্গা সাগরের স্নানের এই রীতি প্রায় দেড়শ বছরের। এ উৎসবকে ঘিরে পুরো এলাকা জুড়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা।
স্নানের পাশাপাশি সাগর পাড়ে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলার। এখানে মুড়ি-মুড়কি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে দর্শনার্থীরা ভিড় করছেন।