ঢাকা রোববার, ০৬ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

রাঙ্গুনিয়ায় জেলেদের জালে উঠে এলো আদিবাসী নারীর মরদেহ

দেশবার্তা

আমাদের বার্তা, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)

প্রকাশিত: ১৬:০৪, ৫ এপ্রিল ২০২৫

সর্বশেষ

রাঙ্গুনিয়ায় জেলেদের জালে উঠে এলো আদিবাসী নারীর মরদেহ

রাঙ্গুনিয়ায় জেলের জালে ভেসে উঠলো এক আদিবাসী বৃদ্ধ নারীর মরদেহ। 

শনিবার (৫ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার গোডাউন ব্রিজের সরফভাটা অংশে কর্ণফুলী নদীতে জেলেদের জালে মরদেহ উঠে আসে। ওই নারীর নাম সামাপ্রু মারমা (৬৫)। তিনি বেতবুনিয়া উপজেলার ৯৬ নম্বর কলমপতি বড়পাড়া গ্রামের সুইচাবাই চৌধুরীর মেয়ে।

স্থানীয়রা জানান, জেলেরা মরদেহটি উদ্ধার করে সিএনজিচালিত একটি অটোরিকশায় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

থানায় বিষয়টি জানানো হলে পুলিশ মরদেহটি থানায় নিয়ে যান। মরদেহের সঙ্গে একটি জাতীয়পরিচয়পত্র পাওয়ায় তার বিস্তারিত নাম-ঠিকানা জানা যায়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে নিহতের মেয়ের স্বামী কলমপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতুশি মারমা জানান, তার শাশুড়ির মানসিক সমস্যা ছিল। ভোরে আজানের আগে তিনি কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। 

রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। 

জনপ্রিয়