
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুসহ চারজন।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে জেলার পবা উপজেলার হরিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শারমিন (২৫) পার্শ্ববর্তী গোদাগাড়ী উপজেলার হুজরাপুর এলাকার শামীম হোসেনের মেয়ে। আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত এবং আহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
এ বিষয়ে দামকুড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি ঘটনাস্থলে ফেলে বাসের চালক এবং তার সহযোগীরা পালিয়েছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।