ঢাকা সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ২৩ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নৌকাডুবিতে স্বামীসহ প্রাণ হারালেন ইবি ছাত্রী

দেশবার্তা

আমাদের বার্তা, পাবনা

প্রকাশিত: ০৯:১৬, ৬ এপ্রিল ২০২৫

সর্বশেষ

নৌকাডুবিতে স্বামীসহ প্রাণ হারালেন ইবি ছাত্রী

পদ্মা নদীতে বেড়াতে গিয়ে পাবনার সুজানগরে নৌকা ডুবে স্বামীসহ প্রাণ হারিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রী মাসুদা মাহজাবিন মৌ। নৌকাডুবে নিখোঁজের ১৬ ঘণ্টা পর শনিবার তাদের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ ও ডুবুরি দল।  

এর আগে, শুক্রবার (৪ এপ্রিল) বিকেল ৬টার দিকে নৌকাডুবির ঘটনা ঘটে। সুজানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার কোলচরী গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে হৃদয় প্রামাণিক (২৩) ও তার স্ত্রী মাসুদা মাহজাবিন মৌ (১৯)। মৌ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে সুজানগর উপজেলার সাতবারিয়ায় কাঞ্চন পার্কে পদ্মা নদী এলাকায় বেড়াতে যান বিভিন্ন এলাকার মানুষ। একপর্যায়ে তারাসহ ২০ থেকে ২৫ জন শ্যালো ইঞ্জিন চালিত নৌকায় ওঠেন। নৌকায় থাকা অবস্থায় নদীর মাঝখানে হঠাৎ করে পদ্মা নদীর স্রোতে ডুবে যায় নৌকাটি। স্থানীয়দের সহায়তায় সবাই নদী পার হতে পারলেও নিখোঁজ হন স্বামী-স্ত্রী।

সুজানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বলেন, খবর পেয়ে সুজানগর ফায়ার সার্ভিস, রাজশাহী থেকে আসা ডুবুরি দল ও নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। শুক্রবার তাদের সন্ধান মেলেনি। শনিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়। সকাল দশটার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

জনপ্রিয়