ঢাকা সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ২৩ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বিএনপির দুপক্ষের সং*ঘর্ষে কর্মী নি*হত, সাবেক এমপিসহ বহিষ্কার ৮

দেশবার্তা

আমাদের বার্তা, রংপুর

প্রকাশিত: ১১:৫৪, ৭ এপ্রিল ২০২৫

সর্বশেষ

বিএনপির দুপক্ষের সং*ঘর্ষে কর্মী নি*হত, সাবেক এমপিসহ বহিষ্কার ৮

রংপুরের বদরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক কর্মী নিহতের ঘটনায় বিএনপি ও যুবদলের আট নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন- রংপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার, বদরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল হক মানিক, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুমন সরদার ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক কয়েল, উপজেলার মধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক, কালুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামছুল হক এবং বিষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গোলাম কিবরিয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য এই ৮ নেতাকে বিএনপি ও যুবদলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়।

শনিবার সকাল ১১টার দিকে বদরগঞ্জ পৌর শহরের শহীদ মিনার এলাকায় একটি দোকান নিয়ে মালিক ও ভাড়াটিয়ার দ্বন্দ্বের জেরে তাদের পক্ষ নিয়ে সংঘর্ষ হয় জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক মানিকের অনুসারীদের। সংঘর্ষে নিহত হন লাভলু সরকার নামে এক বিএনপি কর্মী। তার বাড়ি উপজেলার মধুপুর ইউনিয়নের রাজারামপুরের কালজানি গ্রামে। তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী ছিলেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে রোববার বিকেলে তার দাফন সম্পন্ন হয়। সংঘর্ষের ঘটনায় হৃদয় নামের একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

জনপ্রিয়