
বরিশালের গৌরনদীতে বাসের চাপায় পিষ্ট হয়ে এক কিশোর নিহত হয়েছে। নিহত ওই কিশোরের নাম নিহত জয় দত্ত (১২)। সে তাঁরাকুপি গ্রামের সুমন্ত দত্তের ছেলে।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থীর মোহাম্মদ আলী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, ব্যাটারিচালিত ভ্যান থেকে নেমে বাড়ি যাওয়ার জন্য মহাসড়ক পার হচ্ছিলো জয়।
এসময় বরিশাল থেকে ঢাকাগামী গ্রীন লাইন পরিবহনের বেপরোয়া গতির একটি বাস জয়কে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জয় নিহত হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, গ্রীন লাইন পরিবহনের ঘাতক বাসটি শনাক্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।