ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ২৪ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বরিশালে কেএফসির সামনে বিক্ষোভ

দেশবার্তা

আমাদের বার্তা, বরিশাল

প্রকাশিত: ১৯:৫১, ৭ এপ্রিল ২০২৫

সর্বশেষ

বরিশালে কেএফসির সামনে বিক্ষোভ

বন্ধের দাবিতে বরিশাল নগরীর বগুড়া রোডে কেএফসি (কেন্টাকি ফ্রাইড চিকেন) রেস্টুরেন্টের সামনে তিন ঘণ্টা ধরে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ মুসুল্লিসহ ছাত্রজনতা। 

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার ঘটনার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেলটা ৩টা পর্যন্ত এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আন্দোলন চলাকালে কেএফসির সামনের সড়কে জোহরের জানাজ আদায় করেন বিক্ষুব্ধরা। আন্দোলন চলাকালে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

অপরদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল নগরীর সরকারি বালিকা বিদ্যালয়সংলগ্ন বগুড়া রোডে কেএফসি বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও জনতা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী আবু মুছা বলেন, কেএফসি একটি ইসরায়েলি ইহুদি এজেন্ট। অবিলম্বে এটি বন্ধ করতে হবে, অন্যথায় নাম পরিবর্তন করতে হবে। ফিলিস্তিনে গণহত্যা চলছে। সেখানে গিয়ে প্রতিবাদ জানাতে পারছি না। তাই, কেএফসি দ্রুত বন্ধের দাবিতে এখানে হাজির হয়েছি।

বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিক্ষোভকারীরা কেএফসি’র সামনে সড়ক অবরোধ করে এবং সাইনবোর্ড ভাঙচুরের চেষ্টা করেন। কর্তৃপক্ষ কেএফসি বন্ধ করে দিয়েছে। 

জনপ্রিয়