ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ , ৩ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

চারঘাটে বিষাক্ত মদপানে দুই যুবকের মৃ*ত্যু

দেশবার্তা

আমাদের বার্তা, রাজশাহী 

প্রকাশিত: ১৯:৪৭, ৮ এপ্রিল ২০২৫

সর্বশেষ

চারঘাটে বিষাক্ত মদপানে দুই যুবকের মৃ*ত্যু

রাজশাহীর চারঘাটে বিষাক্ত মদ পানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এরা হলেন- নিমপাড়া ইউনিয়নের মাসুদ রানা (৩৫) এবং নাদিম ইসলাম (২৮)। 

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়। যদিও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা গ্যাস্ট্রিকজনিত কারণে মারা গেছেন।

জানা যায়, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মারা যান মাসুদ রানা। এর আগে, ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান নাদিম ইসলাম। এ ঘটনায় মোহাম্মদ টনি (২৯) নামের আরও একজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মৃত মাসুদ রানা নিমপাড়া ইউনিয়নের কালাম আলীর ছেলে এবং নাদিম ইসলাম হাবিবপুর এলাকার শামসুল হকের ছেলে। আহত টনি একই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলা কৃষি অফিসে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। চিকিৎসাধীন মোহাম্মদ টনি জানান, রোববার সন্ধ্যায় তিনি, মাসুদ রানা, নাদিম ইসলাম ও মেহেদী নামের একজন বন্ধু মিলে উপজেলার ঝিকরা এলাকার মামুন নামের এক ব্যক্তির কাছে মদ পান করতে যান। 

সামান্য পরিমাণে মদ পান করলেও মাসুদ ও নাদিম বেশি পরিমাণে মদ পান করেছিলেন। এরপর রাত থেকেই তারা সবাই অসুস্থ হয়ে পড়েন। পরদিন সন্ধ্যায় মাসুদ ও নাদিমের শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তারা মারা যান।

মাসুদ রানার স্ত্রী সাবিনা খাতুন জানান, তার স্বামী রোববার রাত ৮টার দিকে বাড়ি ফেরেন। তখন তিনি কিছু খাননি। কেবল দুটি বিস্কুট খেয়েছিলেন। সোমবার সারাদিন ঘুমানোর পর সন্ধ্যায় পেট ব্যথা শুরু হলে অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি গ্যাস্ট্রিকজনিত মনে করে রাত দুইটার দিকে হাসপাতালে নেওয়া হলে সকালে তার মৃত্যু হয়।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে।
 

জনপ্রিয়