ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ১০ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

জুলাই যোদ্ধা হিসেবে বগুড়ায় ভাতা পাবেন ৪৪৪ জন

দেশবার্তা

আমাদের বার্তা, রাজশাহী

প্রকাশিত: ২২:৪৪, ১১ এপ্রিল ২০২৫

সর্বশেষ

জুলাই যোদ্ধা হিসেবে বগুড়ায় ভাতা পাবেন ৪৪৪ জন

রাজশাহী বিভাগে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ১ হাজার ৯৩ জনকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। এর মধ্য বগুড়ায় ভাতা পাবেন ৪৪৪ জন । গত বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব হরিদাসহ ঠাকুর স্বাক্ষরিত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ গেজেট প্রকাশ করে ।

আহতদের ধরন ভেদে চিকিৎসার পরও যারা অন্যের সহায়তা ছাড়া জীবন যাপনে অক্ষম (অতি গুরুতর) 'ক' শ্রেণিতে, পর্যাপ্ত চিকিৎসার পরও শারীরিক অসামর্থ্যতার কারণে অন্যের আংশিক সহায়তায় জীবন যাপনে সক্ষম (গুরুতর) 'খ' শ্রেণিতে ও (আহতদের ধরনভেদে) 'গ' এই তিন ক্যাটগরিতে গেজেট প্রকাশ করা হয়।

গেজেটে আহতদের মেডিক্যাল কেস আইডি, নাম, পিতা ও মাতার নাম এবং স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে।

এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি গণ-অভ্যুত্থানে শহীদ ১ হাজার ৪০১ জনের তালিকা ও গত ১৫ জানুয়ারি ৮৩৪ জনের নামের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়। গত বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এসব তালিকা ধরে নিহতদের পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা সহায়তা দেয়া হবে। পাশাপাশি নিহত প্রত্যেকের পরিবারকে চলতি মার্চ মাস থেকে মাসিক ২০ হাজার টাকা ভাতা ও পরিবারের সক্ষম সদস্যদের সরকারি বা আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার দেয়া হবে।
'এ' ক্যাটাগরি (অতি-গুরুতর আহত): সরকারের যাচাই-বাছাই অনুযায়ী তারা এই ক্যাটাগরিতে পড়েছেন । চিকিৎসার পরও তারা অন্যের সহায়তা ছাড়া জীবন যাপনে অক্ষম। এই ক্যাটাগরির ব্যক্তিরা এককালীন ৫ লাখ টাকা পাবেন।

২০২৪-২৫ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ২ লাখ টাকা ও ২০২৫-২৬ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ৩ লাখ টাকা পাবেন। পাশাপাশি মাসিক ২০ হাজার টাকা ভাতা দেয়া হবে। বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধাও পাবেন। উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি-বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা পাবেন। তারা পরিচয়পত্র দেওয়া হবে। সেটি দেখিয়ে সরকারি বিভিন্ন সুবিধা পাবেন।

ক্যাটাগরি 'বি' (গুরুতর আহত): পর্যাপ্ত চিকিৎসার পরও শারীরিক অসামর্থ্যতার কারণে অন্যের আংশিক সহায়তায় জীবন যাপনে সক্ষম তারা এই ক্যাটাগরিতে পড়েছেন। এই ক্যাটাগরির ব্যক্তিরা পাবেন এককালীন ৩ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থ বছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ১ লাখ টাকা ও ২০২৫-২৬ অর্থ বছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ২ লাখ টাকা দেয়া হবে। পাশাপাশি মাসিক ১৫ হাজার টাকা ভাতা এবং কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি/আধাসরকারি কর্মসংস্থানের সুযোগ পাবেন। তারাও পরিচয়পত্র পাবেন এবং সেটি দেখিয়ে সরকারের বিভিন্ন সুবিধাদি পাবেন।

ক্যাটাগরি সি: যারা চিকিৎসার পর বর্তমানে সুস্থ আছেন, তাদর এই ক্যাটাগরিতে রাখা হয়েছে। তারা এককালীন ১ লাখ পাবেন। মাসে ১০ হাজার টাকা ভাতা ও পুনর্বাসনের সুবিধা পাবে। এ ছাড়া তারাও পরিচয়পত্র পাবেন এবং সেটি দেখিয়ে সরকার বিভিন্ন সুবিধা পাবেন।
 

জনপ্রিয়