ঢাকা বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ২ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ট্রেনে মিলল ৪ কোটি টাকার ভয়ঙ্কর মাদক এলএসডি ও গহনা

দেশবার্তা

আমাদের বার্তা, কুষ্টিয়া

প্রকাশিত: ০৯:২২, ১৬ এপ্রিল ২০২৫

আপডেট: ০৯:৪০, ১৬ এপ্রিল ২০২৫

সর্বশেষ

ট্রেনে মিলল ৪ কোটি টাকার ভয়ঙ্কর মাদক এলএসডি ও গহনা

কুষ্টিয়া কোর্ট স্টেশনে যাত্রীবাহী ট্রেনে তল্লাশি চালিয়ে ভয়ঙ্কর মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড (এলএসডি) ও বিভিন্ন প্রকারের ৯৪৮ পিস সিটি গোল্ডের গহনা করেছে বিজিবি।  এগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ১৮ লাখ ১০ হাজার ১০০ টাকা। তবে কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে  বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কুষ্টিয়া শহরের কুষ্টিয়া কোর্ট রেলস্টেশনে বেনাপোল হতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করে।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে করে এলএসডি ও সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রীর একটি বড় চালান ঢাকা যাচ্ছে- এমন খবর পেয়ে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়া কোর্ট রেলস্টেশনে অবস্থান নেয়। বিকেল ৪টা ২০মিনিটের দিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেন কুষ্টিয়া কোর্ট রেলস্টেশনে এসে পৌঁছালে বিজিবির টহল দল তল্লাশি শুরু করে। এ সময় ৫০ এমএলের ৮ বোতল ভারতীয় এলএসডি ও ভারতীয় বিভিন্ন প্রকারের ৯৪৮ পিস সিটি গোল্ডের গহনা সামগ্রী উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের ব্যাপারে বিধি অনুযায়ী কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

জনপ্রিয়