
কয়েক দিনের টানা ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে রাজধানী ঢাকায়। বুধবার (১৬ এপ্রিল) দুপুরের পর ধীরে ধীরে মেঘলা হতে শুরু করে ঢাকার আকাশ। এরপর বিকেল ৩টার দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি।
আজিমপুর, নিউমার্কেট, কলাবাগান, আসাদগেট, মিরপুর, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। তীব্র গরমে হাঁসফাঁস করা নগরবাসীর জীবনে স্বস্তি নিয়ে আসে এই বৃষ্টি।
ধানমন্ডির বাসিন্দা ফারহানা ইসলাম বলেন, গত কয়েক দিনের গরমে খুবই কষ্ট হচ্ছিল। আজকের এই বৃষ্টি যেন আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।
বাংলামোটর এলাকার চা দোকানি গণি মিয়া বলেন, দুপুর থেকেই আকাশ কালো হয়ে আসে। পরে বৃষ্টি শুরু হলে দোকানে একটু আরাম করে বসতে পারলাম।
শিক্ষার্থী মাহিনুর রহমান বলেন, কয়েকদিন ধরে রাস্তায় বের হওয়াই মুশকিল হয়ে পড়েছিল। গরমের দম বন্ধ পরিবেশ থেকে অবশেষে একটু স্বস্তি অনুভব হচ্ছে।
কলাবাগানে অফিস থেকে বের হওয়া সালমা আক্তার বলেন, বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাসায় ফিরলাম। তবুও মনটাই ভালো হয়ে গেল বৃষ্টির কারণে। গরমে এতটা বিরক্ত লাগছিল, এখন মনে হচ্ছে আবার শহরে প্রাণ ফিরেছে।
এক রিকশাচালক বলেন, ঝড়ের সময় রাস্তায় ছিলাম, হাওয়ার তোড়ে রিকশা চালানো কঠিন হয়ে যায়। তবে গরম থেকে তো রেহাই মিলল।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজধানীতে এই বৃষ্টির ফলে রাতের তাপমাত্রা কিছুটা কমে আসবে। এতে গরমের প্রভাব থেকে স্বস্তি পাবে নগরবাসী।
এদিকে দেশের বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে গরম পড়ছে। কিছু কিছু জেলায় মৃদু তাপপ্রবাহও বয়ে যাচ্ছে। এর মধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে বলে জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখনো দক্ষিণ বঙ্গোপসাগরেই রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয় পূর্বাভাসে।