ঢাকা শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মালবাহী ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

দেশবার্তা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৭, ১৮ এপ্রিল ২০২৫

আপডেট: ১২:৩৫, ১৮ এপ্রিল ২০২৫

সর্বশেষ

মালবাহী ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের মেঘনা সেতুর ওপর মালবাহী একটি ট্রাক উল্টে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৬টার দিকে মহাসড়কের গজারিয়া অংশের মেঘনা সেতুর ওপর একটি রডবাহী ট্রাকের চাকা খুলে সেটি উল্টে যায়। এতে ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কুমিল্লাগামী যান চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকাগামী লেনে দীর্ঘ ৮ কিলোমিটার জুরে যানজটের সৃষ্টি হয়।
ঢাকাগামী পিকাপ চালক মফিজুল ইসলাম বলেন, ‘শুনেছি মেঘনা সেতুর উপর একটি ট্রাক উল্টে গেছে। প্রায় দেড় ঘণ্টা যাবৎ একই জায়গায় বসে আছি।’

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, ‘একটি রডবাহী ট্রাক সড়কে উল্টে ট্রাকে থাকা রডগুলো সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে।

এতে কিছু সময় ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনা কবলিত গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে, শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।’

 

জনপ্রিয়