ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ৯ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মাদকবিরোধী অভিযানে গুলিতে এসএসসি পরীক্ষার্থী আহত

দেশবার্তা

দৈনিক শিক্ষাডটকম, বরিশাল

প্রকাশিত: ২৩:১৫, ২১ এপ্রিল ২০২৫

সর্বশেষ

মাদকবিরোধী অভিযানে গুলিতে এসএসসি পরীক্ষার্থী আহত

বরিশালের আগৈলঝাড়ায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে সিয়াম মোল্লা নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এসএসসি পরীক্ষার্থী রাকিব মোল্লা।
 
সোমবার সন্ধ্যায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর এলাকায় এঘটনা ঘটে। 

নিহত সিয়াম মোল্লা উজিরপুরের সাহেবেরহাট রিপন মোল্লার ছেলে। গুলিবিদ্ধ হয়ে রাকিব মোল্লাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাকিব ওই এলাকার খালেক মোল্লার ছেলে।

পুলিশ জানিয়েছে, আজ সন্ধ্যার দিকে র‍্যাব ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় স্থানীয় কিছু লোক র‍্যাবের ওপর চড়াও হয়। এ সময় র‍্যাব গুলি চালায়। এতে দুইজন গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজন মারা যায়। অপর আহতকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
 

জনপ্রিয়