
বিশ্ব ধরিত্রী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বরিশালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বরিশাল রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি) আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তীর সভাপতিত্বে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের এই সংকটময় সময়ে ধরিত্রী দিবসের তাৎপর্য আরো গভীর হয়েছে। তারা পরিবেশ সংরক্ষণে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকার ও বেসরকারি সংস্থাগুলোর যৌথ উদ্যোগ জোরদারের আহ্বান জানান।
ম্যাপ নির্বাহী পরিচালক শুভংকর চক্রবর্তী'র সঞ্চলনায় এ সময় উপস্থিত ছিলেন, বেলা বিভাগীয় কো-অডিনেটর লিংকন বায়েন, বিআরইউ সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, জেষ্ঠ সাংবাদিক সি এইচ মাহাবুব, গ্রাম উন্নয়ন কমিটি সদস্য শফিকুর রহমান, কোষ্টাল ডেভেলপমেন্ট পার্টনারশীপ কো-অর্ডিনেটর এ জেড এম রাশেদসহ বিভিন্ন সাংবাদিক, পরিবেশকর্মী, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। আলোচনা শেষে একটি সচেতনতামূলক চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।