ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ১৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শহীদ আবরার ফাহাদের নামে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

দেশবার্তা

আমাদের বার্তা, কুষ্টিয়া

প্রকাশিত: ২১:৫৬, ২৮ এপ্রিল ২০২৫

সর্বশেষ

শহীদ আবরার ফাহাদের নামে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া শহর ঘেঁষা গড়াই নদের ওপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। ব্রিজ না থাকায় নদী পারাপারে লক্ষাধিক মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন বলে জানান তারা।

সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় গড়াই নদের পাশে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এ ছাড়াও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদেরও এতে অংশ নিতে দেখা যায়। মানববন্ধনে বুয়েটে নিহত শহীদ আবরার ফাহাদের নামে একটি ব্রিজ চান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্রিজটি হলে কুমারখালীর কয়া, শিলাইদহ, সাদিপুর ও নন্দলালপুর ৪ ইউনিয়নের লক্ষাধিক মানুষ দুর্ভোগ ছাড়াই কুষ্টিয়া শহরে যাওয়া আসা করতে পারবেন। নদে পানি কমে যাওয়ায় এখন স্থানীয়ভাবে নির্মিত চাটাইয়ের ওপর ঝুঁকি নিয়ে মানুষ নদী পার হচ্ছে। পানি বেশি হলে নৌকায় পার হতে হয়।

বক্তারা আরও দাবি করেন, স্বাধীনতার পর থেকে লক্ষাধিক বাসিন্দা জীবন-জীবিকার তাগিদে দুর্ভোগ আর ঝুঁকি নিয়ে নদী পার হয়ে চলাচল করছেন।

এবার দ্রুত আবরার ফাহাদের নামে ব্রিজ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
 

জনপ্রিয়