ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৬ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কুষ্টিয়ায় পদ্মা নদীতে টর্নেডো

দেশবার্তা

আমাদের বার্তা, কুষ্টিয়া

প্রকাশিত: ২৩:২৮, ২৯ এপ্রিল ২০২৫

সর্বশেষ

কুষ্টিয়ায় পদ্মা নদীতে টর্নেডো

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি আকাশে উঠে যাওয়ার দৃশ্য দেখা গেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলের দিকে মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। এর বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, হঠাৎ করে পদ্মা নদীর পানি আকাশের দিকে উঠে যাচ্ছে।

প্রায় ১০ মিনিট ধরে এ দৃশ্য দেখে স্থানীয়রা জানায়, বিকেলের দিকে হঠাৎ করে পদ্মা নদীর পানি আকাশে উঠে যায়। এতে আমরা ভয় পাই। স্থানীয়রা মোবাইল দিয়ে সেই ঘটনার ভিডিও করেছে। ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন অনেকে।

ফেসবুকে ভাইরাল হয়েছে কয়েকটি ভিডিও। তবে এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। 

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, ঘটনা সত্য। বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটেছে।

জনপ্রিয়