ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৬ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

৪ রোগীর কোভিড শনাক্ত, সবাই ঢাকার 

কোভিড

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫:১৭, ২২ মার্চ ২০২৩

সর্বশেষ

৪ রোগীর কোভিড শনাক্ত, সবাই ঢাকার 

গত ৩৬ দিন ধরে কোভিডে মৃত্যুহীন বাংলাদেশ। দেশে গত এক দিনে ৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; এই সময়ে মৃত্যু হয়নি কারও।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৯৯টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ৪ রোগী শনাক্ত হয়।

তাতে দিনে শনাক্তের হার হয়েছে ০ দশমিক ২৯ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ২৪ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৯৭৮ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে আগের মতোই ২৯ হাজার ৪৪৫ জন।

গত ১৩ ফেব্রুয়ারি দেশে কোভিডে ১ জনের মৃত্যুর খবর এসেছিল। এরপর গত ৩৬ দিন ধরে কোভিডে মৃত্যুহীন বাংলাদেশ।

গত ২৪ ঘণ্টায় ৫ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ৭৩৫ জন।

গত একদিনে শনাক্ত ৪ রোগীর সবাই ঢাকা জেলার বাসিন্দা। দেশের বাকি ৬৩ জেলায় নতুন করে কারও সংক্রমণের তথ্য মেলেনি।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ খ্রিষ্টাব্দের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের ধ্যে ২০২১ খ্রিষ্টাব্দের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ খ্রিষ্টাব্দের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ খ্রিষ্টাব্দের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

জনপ্রিয়