ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

নদী হত্যা বন্ধে ট্রাইব্যুনাল প্রয়োজন

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৪, ২১ মার্চ ২০২৩

সর্বশেষ

নদী হত্যা বন্ধে ট্রাইব্যুনাল প্রয়োজন

নদী মাতৃক বাংলাদেশের নদ-নদী, জলাধার, প্রকৃতি, নদী নির্ভর মানুষ ও তাদের জীবিকা হত্যা করা হচ্ছে নানাভাবে জবরদখল ও দূষণের মাধ্যমে। তাই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যেমন ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, অবৈধভাবে নদী জবরদখলকারিদের বিরুদ্ধে অভিযোগ তদন্তসহ সঠিক ও দ্রুত বিচারের জন্য সেরকম একটি সম্পূর্ণ ট্রাইব্যুনাল গঠন করা এখন সময়ের দাবি। 
‘বাংলাদেশের বিপন্ন নদ-নদী, হাওর-জলাশয় এবং জনমানুষের জীবিকা ও পরিবেশের নিরাপত্তা’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণকারী আলোচকরা জোরালোভাবে এ দাবিটি তুলে ধরেছেন।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে দশটায় রাজধানীর সিরডাপের মিলনায়তনে পানি অধিকার ফোরাম এএলআরডি ও বেলা- এর যৌথ আয়োজনে বিশ্ব পানি দিবস উপলক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 
এএলআরডি’র চেয়ারপারসন খুশী কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে দুটো পৃথক প্রবন্ধ উপস্থাপন করা হয়। বাংলাদেশের নদ-নদী দখল, দূষণের সার্বিক চিত্র নিয়ে একটি উপস্থাপনা দেন এএলআরডি নির্বাহী পরিচালক শামসুল হুদা। হাওরাঞ্চলের মৎস্য সম্পদের ওপর অপর একটি উপস্থাপনা দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ফিশারিজ ড. মো. মোতাহার হোসেন।
প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান এবং ভূমি সচিব ড. মুজিবুর রহমান হাওলাদার, বেলার নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান ও  বুয়েট অধ্যাপক ড. শাহজাহান মন্ডল।

জনপ্রিয়