ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন বিষয়ে প্রশিক্ষণ 

দেশবার্তা

সিনিয়র রিপোর্টার, টাঙ্গাইল

প্রকাশিত: ১২:২৯, ২৩ মার্চ ২০২৩

আপডেট: ১২:৩০, ২৩ মার্চ ২০২৩

সর্বশেষ

দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন বিষয়ে প্রশিক্ষণ 

“রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলে ‘দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশনের আয়োজনে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনে সচিব মো. মাহবুব হোসেন।

দুর্নীতি দমন কমিশনের ঢাকা বিভাগীয় পরিচালক মোহাম্মদ মোরশেদ আলমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

প্রশিক্ষণে প্রতিরোধ দুর্নীতি কমিটি গঠনের উদ্দেশ্য, দায়িত্ব ও কর্তব্য এবং এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন ও প্রশাসনের ভূমিকা, দুদকের অর্থায়নে পরিচালিত রচনা-বিতর্ক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুর্নীতি প্রতিরোধে ভূমিকা, সততা স্টোর গঠনের উদ্দেশ্য ও লক্ষ্য এবং স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক, প্রশাসন ও প্রতিরোধ কমিটির ভূমিকা ও সততা সংঘ গঠনের উদ্দেশ্য ও লক্ষ্য এবং স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক, প্রশাসন ও প্রতিরোধ কমিটির ভূমিকা নিয়ে আলোচনা হয়।

প্রশিক্ষণে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ, সব উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশগ্রহণ করেন।

জনপ্রিয়