ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

নলছিটিতে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন

দেশবার্তা

আমাদের বার্তা, ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩২, ২৩ মার্চ ২০২৩

সর্বশেষ

নলছিটিতে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন

ঝালকাঠির নলছিটিতে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার মগড় ইউনিয়নে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জনসাধারণে আয়োজনে এ মানববন্ধনে অংশ নেয় বরিশাল জেলা সমাজতান্ত্রিক (বাসদ) এর সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী।

এ সময় বক্তারা বলেন, সুগন্ধা নদীর ভাঙ্গনে মগড় ইউনিয়নের বিভিন্ন গ্রাম ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এই মগড় ইউনিয়নের সুজাবাদে ঐতিহাসিক সুজাবাদের কেল্লা ছিল যার কোন চিহ্ন এখন আর অবশিষ্ট নেই।

ডা. মনীষা চক্রবর্তী বলেন, সুগন্ধা নদীর ভাঙ্গনে মানুষ নিঃস্ব হচ্ছে। সামনের বর্ষা মৌসুমে এর আকার আরও ভয়ংকর হবে। তাই ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে বলেন,সুগন্ধা নদীর বিভিন্ন পয়েন্টে রাতের আধারে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। যার ফলে নদীর দুপাশ ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পায়। প্রশাসনের উচিত এগুলো বন্ধ করে দোষীদের শাস্তির আওতায় আনা।

জনপ্রিয়