ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

এক যুগেরও বেশি সময় পর সিরিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫:৩২, ২ মে ২০২৩

আপডেট: ১৭:০৭, ২ মে ২০২৩

সর্বশেষ

এক যুগেরও বেশি সময় পর সিরিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আগামীকাল বুধবার (৩ মে) সিরিয়া সফরে যাচ্ছেন। দীর্ঘ ১৩ বছরের মধ্যে ইরানের কোনো প্রেসিডেন্টের এটা হবে প্রথম সিরিয়া সফর। সর্বশেষ ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০১০ খ্রিষ্টাব্দ দামেস্ক সফর করেছিলেন। 

আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে এ সফরকে ‘মোড় পরিবর্তনকারী’ (টার্নিং পয়েন্ট) বলে অভিহিত করেছেন দামেস্কে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হোসেইন আকবারি। সরকারি বার্তা সংস্থা ইরনাকে তিনি বলেন, পশ্চিমা বিশ্বের আধিপত্য মোকাবিলায় প্রেসিডেন্ট রাইসির দু’দিনব্যাপী দামেস্ক সফর দু’দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করবে।

ইরানের রাষ্ট্রদূত বলেন, প্রেসিডেন্ট রাইসির এ সফর শুধু তেহরান ও দামেস্কের স্বার্থই রক্ষা করবে না, একইসঙ্গে এর ফলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও উপকৃত হবে। আঞ্চলিক পরিস্থিতিতে যে পরিবর্তন ঘটছে তার প্রেক্ষাপটে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

দামেস্কে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আরও বলেন, প্রেসিডেন্ট রাইসির আসন্ন সিরিয়া সফরের ফলে আরও যেসব দেশ মার্কিন আধিপত্য ও নিষেধাজ্ঞার শিকার, তারাও আশাবাদী হয়ে উঠবে এবং মার্কিন বিরোধী বলয়ে যোগ দিতে উৎসাহী হবে। সূত্র: আল আরাবিয়া 

জনপ্রিয়