লালমনিরহাটে জেলা শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা
লালমনিরহাটে জেলা শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেলে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশএর সহযোগী উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এবং চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প ফেইজ-২ এর সহযোগিতায় এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আঃ মতিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক টিএমএ আব্দুল মমিন।
উপস্থিত ছিলেন সিভিল সার্জন, জেলা সুপারিন্টেন্ডেন্ট, জেলা শিক্ষা অফিসার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ বিভিন্ন অধিদপ্তরের উপ-পরিচালকবৃন্দ।