ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ১২ শিক্ষার্থী বহিষ্কার

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৭, ২ মে ২০২৩

সর্বশেষ

বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ১২ শিক্ষার্থী বহিষ্কার

এসএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় সারাদেশে ১২ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এ পরীক্ষা অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ৪২৭ জন পরীক্ষার্থী। এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে মঙ্গলবার বিকেলে এসব তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

মঙ্গলবার দ্বিতীয় দিনে নয়টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল দশটায় শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলে পরীক্ষা। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনের এসএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেন ১৪ লাখ ৯০ হাজার ৭৮৫ জন শিক্ষার্থী।  

জানা গেছে, নয়টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের ৪ হাজার ৩৪২ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৮২০ জন, কুমিল্লা বোর্ডের ২ হাজার ৩৬৩ জন, যশোর বোর্ডের ১ হাজার ৯২০ জন, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ৬১২ জন, সিলেট বোর্ডের ৯৭০ জন, বরিশাল বোর্ডের ১ হাজার ৫২ জন, দিনাজপুর বোর্ডের ২ হাজার ৩৬১ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৯৮৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।  

এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ১ জন, রাজশাহী বোর্ডে ২ জন, কুমিল্লা ২ জন, যশোর বোর্ডে ১ জন, বরিশাল বোর্ডে ১ জন, দিনাজপুর বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৪ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। 

আগামীকাল বুধবার নয়টি সাধারণ বোর্ডের এসএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জনপ্রিয়