ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকব: জাপানের রাষ্ট্রদূত

বিবিধ

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১:৫৪, ১৭ মে ২০২৩

সর্বশেষ

নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকব: জাপানের রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেছেন, ‘রাষ্ট্রদূতেরা যেকোনো দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং রাজনীতির বিষয়ে যথেষ্ট কৌতূহলী থাকেন। তবে বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকব।’

 বাংলাদেশ, ভারত এবং জাপানের ত্রিপক্ষীয় সহযোগিতার বিষয়ে এক আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতার সময় এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত এ মন্তব্য করেন। রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সিন্ডিকেট হলে আজ বুধবার সকালে এই আলোচনার আয়োজন করা হয়।

বাংলাদেশ–জাপান সম্পর্ক নিয়ে এক প্রশ্নের উত্তরে জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘৫০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের উন্নয়ন অংশীদার জাপান। এই সময়ের মধ্যে বাংলাদেশে অনেকগুলো সরকার ছিল। তাদের কারও সঙ্গে সম্পর্ক হয়তো ভালো ছিল এবং কারও সঙ্গে হয়তো তত ভালো সম্পর্ক ছিল না, তবে সেটি আমি জানি না। জাপান এর আগেও বাংলাদেশের উন্নয়নের অংশীদার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’

বাংলাদেশের আগামী নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, ‘কূটনীতিক হিসেবে আমরা যে দেশে কাজ করি, সেখানকার অভ্যন্তরীণ পরিস্থিতির ওপর যথেষ্ট আগ্রহ থাকে। আমি জার্মানিতে কাজ করেছি। সেখানকার অভ্যন্তরীণ অবস্থা ও রাজনীতি সম্পর্কে খোঁজখবর রাখতাম। আমার সহকর্মী যুক্তরাষ্ট্রে থাকার সময়ে সেখানকার অভ্যন্তরীণ রাজনীতির খবর রাখতেন। এটা খুবই স্বাভাবিক। আমি আগেও বলেছি, আবার বলতে চাই নির্বাচন নিয়ে কোন মন্তব্য করা থেকে আমি বিরত থাকব।’

৩ মে জাপান দূতাবাসে ইওয়ামা কিমিনোরির কাছে বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল। তিনি নির্বাচনকে ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে উল্লেখ করে বলেছিলেন, এ বিষয় নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে পছন্দ করেন।

জনপ্রিয়