ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

মার্চে ৪৫ হাজার কোটি টাকা কার্ডে লেনদেন 

অর্থনীতি

বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ০০:০০, ১৯ মে ২০২৩

সর্বশেষ

মার্চে ৪৫ হাজার কোটি টাকা কার্ডে লেনদেন 

ক্রমেই বাড়ছে ব্যাংক কার্ডের সংখ্যা। গত মার্চে ব্যাংক কার্ডে রেকর্ড ৪৫ হাজার ৪১২ কোটি টাকার লেনদেন হয়েছে। এ লেনদেন যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত মার্চ শেষে দেশে ডেবিট কার্ডের সংখ্যা বেড়ে হয়েছে তিন কোটি ৯ লাখ ৯৭ হাজার ৩৩৫। ২০২২ খ্রিষ্টাব্দ শেষে ব্যাংক খাতে ডেবিট কার্ডের সংখ্যা ছিলো দুই কোটি ৯৮ লাখ ৪৯ হাজার ১৩৬। সেই হিসাবে তিন মাসে ১১ লাখ ৪৮ হাজার ১৯৯টি কার্ড বেড়েছে। একইভাবে মার্চ শেষে ক্রেডিট কার্ডের সংখ্যা বেড়ে হয়েছে ২১ লাখ ৭৮ হাজার ৪৬। ২০২২ খ্রিষ্টাব্দের ডিসেম্বর শেষে ক্রেডিট কার্ডের সংখ্যা ছিলো ২১ লাখ ১৫ হাজার ৮৬১। ফলে তিন মাসে ক্রেডিট কার্ড বেড়েছে ৬২ হাজার ১৮৫।
সর্বশেষ গত মার্চ মাসে ডেবিট কার্ডে লেনদেন হয়েছে ৪২ হাজার ২৫৯ কোটি টাকা। এর আগে কখনো ডেবিট কার্ডে এক মাসে এত লেনদেন হয়নি। এর আগে ফেব্রুয়ারিতে ৩৬ হাজার ৬৯০ কোটি টাকা লেনদেন হয়েছিলো। ডেবিট কার্ডের পাশাপাশি ক্রেডিট কার্ডেও মার্চে রেকর্ড লেনদেন হয়। মার্চ মাসে লেনদেন হয় দুই হাজার ৬৫২ কোটি টাকা, যা এখন পর্যন্ত একক মাস হিসেবে সর্বোচ্চ। গত মার্চে ব্যাংক কার্ডে যে পরিমাণ লেনদেন হয়েছে, এর মধ্যে দেশীয় মুদ্রায় ৪৪ হাজার ৮০১ কোটি টাকা। আর বৈদেশিক মুদ্রায় ৬১০ কোটি টাকার লেনদেন হয়েছে।
কার্ড দিয়ে এটিএম থেকে গত মার্চে ৩২ হাজার ৬১৫ কোটি টাকা উত্তোলন করা হয়, যা নতুন রেকর্ড। একইভাবে পিওএসের মাধ্যমে সেপ্টেম্বরে দুই হাজার ৭৯১ কোটি টাকার লেনদেন হয়। পিওএস সাধারণত কেনাকাটা, বিমানের টিকিট কেনা ও হোটেলের ভাড়া দেয়ার সময় ব্যবহার করা হয়।

জনপ্রিয়