ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

আশুলিয়ায় বোনের জমি  কিনে বিপাকে ব্যবসায়ী

দেশবার্তা

আমাদের বার্তা, সাভার(ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৩, ২ মার্চ ২০২৩

সর্বশেষ

আশুলিয়ায় বোনের জমি  কিনে বিপাকে ব্যবসায়ী

প্রায় অর্ধকোটি টাকার বিনিময়ে বোনের জমি কিনে বিপাকে পড়েছেন আশুলিয়ার এক ব্যবসায়ী। জমি কেনার পর দীর্ঘ সময় ব্যয় হলেও এখনও নিজের জমিতে যেতে পারছেন না তিনি। বোন ও ভাগ্নেদের বিরুদ্ধে জমি অবৈধভাবে দখলে রাখার অভিযোগ তুলেছেন তিনি। দখল চাইলে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানিরও অভিযোগ উঠেছে বোন ও ভাগ্নেদের বিরুদ্ধে। 

মঙ্গলবার আশুলিয়ার জামগড়া এলাকার রূপায়ণ ১ নং গেট সংলগ্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সেই জমিতে বাস করছেন অভিযুক্ত বোন ও তার পরিবার। 

অভিযুক্তরা হলেন, আশুলিয়ার জামগড়া এলাকার আবুল কাশেমের স্ত্রী সমলা খাতুন ওরফে জামিনা বেগম ও তাদের ছেলে সুলতান আহমেদ (৪০) ও রতন মিয়া (৩৫)। ভুক্তভোগী ব্যবসায়ী জামগড়ার হাজী মো: চান মিয়ার ছেলে মো: নূরে আলম। জামিনা বেগম চাচাত বোন এবং সুলতান ও রতন মিয়া ভুক্তভোগীর সম্পর্কে ভাগ্নে । 

ভুক্তভোগী নূরে আলম বলেন, আমার চাচাতো বোনের জমি এর আগে জামগড়ার এক ব্যবসায়ী হালিম চৌধুরীর কাছে টাকার বিনিময়ে আম-মোক্তার (পাওয়ার) হিসেবে দিয়েছিলো। টাকা পরিশোধ করতে না পারায় হালিম চৌধুরী সেই জমি বিক্রি করে দিতে চাইলে আমার বোন আমাকে অনুরোধ করে সেই জমি যেনো আমি কিনে রাখি। পরে টাকা জোগাড় করতে পারলে আমার কাছ থেকে সেই জমি ফেরত নেবে। আমি অনেক কষ্ট করে টাকা দিয়ে জমিটি তখন কিনে রাখি। পরে আমাকে টাকা না দিতে পারায় আমি জমিতে দখলে নিতে চাই। কিন্তু তারা টালবাহানা শুরু করে।

জনপ্রিয়