ঢাকা শনিবার, ১১ মে ২০২৪ , ২৭ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

রাশিয়ার নতুন সেনা নিয়োগে ৪২ শহরে বুথ বসিয়েছে ওয়াগনার গ্রুপ

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১:০৭, ১১ মার্চ ২০২৩

সর্বশেষ

রাশিয়ার নতুন সেনা নিয়োগে ৪২ শহরে বুথ বসিয়েছে ওয়াগনার গ্রুপ

ইউক্রেনের বাখমুতে রাশিয়ার পক্ষে লড়াই করছে ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের সেনারা। ইউক্রেনের সঙ্গে লড়াইয়ে প্রতিদিন মারা যাচ্ছে অনেক সেনা। সেই ক্ষতি পুষিয়ে নিতে এবার নতুন সেনা নিয়োগের পথে হাঁটলো ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। এ জন্য রাশিয়ার ৪২ শহরে নিয়োগ কেন্দ্র খুলেছেন তিনি। এ ঘটনায় শুক্রবার এ কথা জানান প্রোগোজিন। খবর আল-জাজিরার। 

এক অডিও বার্তায় প্রিগোজিন বলেন, নতুন যোদ্ধারা আসছে। রাশিয়ান সেনাবাহিনী থেকে গোলাবারুদ সরবরাহ বাড়লেও, এখনও উদ্বেগের অনেক বিষয় আছে। 

নতুন ঠিক কত যোদ্ধা বাহিনীতে যুক্ত হচ্ছেন তা স্পষ্ট করেননি প্রিগোজিন।

তিনি বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর তীব্র প্রতিরোধ সত্ত্বেও, আমরা এগিয়ে যাব। যেকোনও বাধা আমরা অবশ্যই কাটিয়ে উঠব।

ওয়াগনার ভাড়াটেরা বাখমুতের নিয়ন্ত্রণ লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। শহরটিতে সাত মাসের বেশ সময় ধরে লড়াই চলছে।

সামাজিক মাধ্যমে শুক্রবার একটি আলাদা পোস্টে প্রিগোজিন বলেন, বাখমুত ঘিরে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। এটি যাতে না ঘটে তার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।

জনপ্রিয়