ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

অস্কারের ৯৫তম আসরে যারা পুরস্কার পেলেন যারা

বিনোদন

বিনোদন ডেষ্ক

প্রকাশিত: ১৭:২৬, ১৩ মার্চ ২০২৩

সর্বশেষ

অস্কারের ৯৫তম আসরে   যারা পুরস্কার পেলেন যারা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে গত রাতে (বাংলাদেশ সময় সোমবার, ১৩ মার্চ ভোরে) বসেছিল ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। সবার ধারণা সত্যি করে এবারের অস্কারে চমক দেখিয়েছে গত বছরের ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’ আলোচিত সিনেমা।

এবারের অস্কারে ১১ ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া সিনেমাটি সর্বোচ্চ ৭টি পুরস্কার পেয়েছে। অন্যদিকে এবারের অস্কারে চমক দেখিয়েছে ভারতের সিনেমাও। তিনটি মনোনয়নের মধ্যে দুটিতেই পুরস্কার জিতেছে দেশটির সিনেমা।

জেনে নিন ৯৫তম অস্কারের আসরে বিভিন্ন ক্যাটাগরির তালিকা রয়েছেন যারা—

সেরা অভিনেতার পুরস্কার হাতে ব্রেন্ডন ফ্রেজার
সেরা অভিনেত্রী: মিশেল ইয়ো (এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস)
সেরা অভিনেতা: ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল)

সেরা ছবি: ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’
সেরা পরিচালক: ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট (এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস)

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী: জেমি লি কার্টিস (এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস)
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা: কে হুই কোয়ান (এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস)

সেরা পূর্ণদৈর্ঘ অ্যানিশেন ছবি: ‘গুয়ের্মো দেল তোরো পিনোচিও’
সেরা স্বল্পদৈর্ঘ অ্যানিমেশন ছবি: ‘দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স’
সেরা আন্তর্জাতিক সিনেমা: ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’, জার্মানি
সেরা স্বল্পদৈর্ঘ তথ্যচিত্র: ‘দ্য এলিফ্যান্ট হুইসপারস’, ভারত
সেরা তথ্যচিত্র: ‘নাভালনি’, যুক্তরাষ্ট্র
সেরা মৌলিক গান: ‘নাটু নাটু’ (আরআরআর)
সেরা মৌলিক আবহসংগীত: ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’

সেরা লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য ছবি: ‘অ্যান আইরিশ গুডবাই’

সেরা চিত্রগ্রহণ: ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’
সেরা কস্টিউম ডিজাইন: ‘ব্ল্যাক প্যান্থার: ওকান্ডা ফরএভার’
সেরা ভিজুয়্যাল ইফেক্টস: ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’
সেরা সম্পাদনা: ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’
সেরা মেকআপ ও চলসজ্জা: ‘দ্য হোয়েল’
অ্যাচিভমেন্ট ইন সাউন্ড: ‘টপ গান: ম্যাভেরিক’

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: ‘ওমেন টকিং’
সেরা মৌলিক চিত্রনাট্য: ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’
সেরা প্রোডাকশন ডিজাইন: ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’

জনপ্রিয়