ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন সংক্ষিপ্ত সিলেবাস থেকেই

শিক্ষা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৩, ৫ মে ২০২৩

সর্বশেষ

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন সংক্ষিপ্ত সিলেবাস থেকেই

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হবে। শুক্রবার বিকেলে দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ন আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

এর আগে বিগত বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষায় এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস থেকেই প্রশ্ন আসার কথা ছিলো। কিন্তু সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসার অভিযোগ তুলেছিলেন শিক্ষার্থীরা। যা নিয়ে ক্ষোভের সৃষ্টি হয় শিক্ষার্থী ও অবিভাবকদের মধ্যে। তাই এবারের পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসের ভেতর থেকেই প্রশ্ন করার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান উপাচার্য।

উপাচার্য আরো জানান, ২২ টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবারের মোট আসন সংখ্যা ২১ হাজার ১১৮ টি। যেখানে বিজ্ঞানে আসন প্রতি লড়বেন ১৭ জন, মানবিকে ১৩ জন ও ব্যবসায়  শিক্ষা ইউনিটে আসন প্রতি লড়বে ১২ জন শিক্ষার্থী। 

জানা যায়, আগামী ২০ মে মানবিক বিভাগের পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা। পরবর্তীতে  বাণিজ্যের (সি ইউনিট) ২৭ মে এবং বিজ্ঞানের (এ ইউনিটের) ভর্তি পরীক্ষা ৩ জুন অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এক ঘণ্টা পরীক্ষা হবে।

জনপ্রিয়