ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে মার্চে রেকর্ড লেনদেন

অর্থনীতি

বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ০০:০০, ১৭ মে ২০২৩

সর্বশেষ

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে মার্চে রেকর্ড লেনদেন

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে গত মার্চ মাসে রেকর্ড ১.০৮ লাখ কোটি টাকা লেনদেন হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে ১.০৮ লাখ কোটি টাকার লেনদেন করেছেন গ্রাহকরা। দেশে এমএফএস চালু হওয়ার পর একমাসে এর চেয়ে বেশি লেনদেন হয়নি। এর আগে গতবছরের এপ্রিলে ১.০৭ লাখ কোটি টাকার লেনদেন হয়েছিলো এই মাধ্যমে। মার্চের আগে সেটিই ছিলো রেকর্ড লেনদেন। এ পর্যন্ত তিনবার মাসিক লেনদেন লাখ কোটি টাকার বেশি হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মার্চে ইয়ার-অন-ইয়ার লেনদেনের পরিমাণ বেড়েছে প্রায় ২২ শতাংশ বা ১৯ হাজার কোটি টাকার বেশি।
লেনদেন বাড়ার পেছনে মোটাদাগে ৪ কারণ চিহ্নিত করা যেতে পারে উল্লেখ করে বিকাশের কর্পোরেট কমিউনিকেশনের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, ‘প্রথমত এপ্রিলে রমজান মাস হওয়ার কারণে অনেক পরিবার মার্চের শেষের দিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনাকাটা করেছেন। এছাড়া রমজান উপলক্ষে অর্থনীতিতে কর্মচঞ্চলতাও বাড়ে। ফলে লেনদেন বেড়েছে। দ্বিতীয়ত, আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসার জন্য, যাতে গ্রাহকরা আরো স্বচ্ছন্দে লেনদেন করতে পারেন।’
গত মার্চে গ্রাহকরা ৩৪,৩০৮ কোটি টাকা ক্যাশ ইন এবং ৩০,৯৪০ কোটি টাকা ক্যাশ আউট করেছেন। দু'খাতেই এটি রেকর্ড। এছাড়া প্রথমবারের মতো ব্যক্তিভেদে ব্যালেন্স ট্রান্সফার ৩০ হাজার কোটি টাকা পার করেছে। সেইসঙ্গে স্যালারি ডিস্ট্রিবিউশন, বিল পেমেন্টসহ সবক্ষেত্রেই লেনদেন গত বছরের একই সময়ের তুলনায় এ বছর বেড়েছে। 
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত মার্চ মাসে এমএফএসে নতুন আরো ১৩ লাখ গ্রাহক যুক্ত হয়ে মোট গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ১৯.৮১ কোটিতে। এর মধ্যে পুরুষ গ্রাহক ১১.৪৫ কোটি এবং নারী গ্রাহক ৮.৩১ কোটি।
গত মার্চ মাস শেষে গ্রাহকদের এমএফএস একাউন্টগুলোতে জমা টাকার পরিমাণ ছিলো প্রায় ১০ হাজার কোটি টাকা।

জনপ্রিয়