ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

শিক্ষককে হেনস্তা : দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করলো কুবি 

শিক্ষা

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৬, ৭ মার্চ ২০২৩

সর্বশেষ

শিক্ষককে হেনস্তা : দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করলো কুবি 

শিক্ষককে হেনস্তা, কর্তব্য পালনে বাধা এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। 

বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন, লোক প্রশাসন বিভাগের স্নাতকোত্তর ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ এনায়েত উল্লাহ এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সালমান চৌধুরী হৃদয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জানুয়ারি রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে প্রক্টরিয়াল বডির কর্তব্য পালনে বাধা, শিক্ষককে হেনস্তা এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের  ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ এনায়েত উল্লাহ এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সালমান চৌধুরী হৃদয়কে প্রশাসনের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক সাময়িক বহিষ্কার করা হলো।

জানা গেছে, মোহাম্মদ এনায়েত উল্লাহ বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং মো. সালমান চৌধুরী হৃদয় ব্যবসায় শিক্ষা অনুষদ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

জনপ্রিয়