জিপিএ-৫ প্রাপ্ত ২৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা
যশোর জিলা স্কুলের ২০১৯ সালে পঞ্চম, অষ্টম শ্রেণির বৃত্তি প্রাপ্ত, ২০২১ সালের এসএসসিতে জিপিএ -৫ প্রাপ্ত ২৫০জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার সকালের বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের করা হয়। কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম গোলাম আযম। জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথ, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম, জামাল উদ্দীন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লায়লা শিরিন সুলতানা প্রমুখ। সংবর্ধনা প্রাপ্ত ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৫ম শ্রেণির বৃত্তি প্রাপ্ত ৩৭,৮ম শ্রেণির বৃত্তি প্রাপ্ত ৪৪ ও এসএসসির জিপিএ -৫ প্রাপ্ত ১৬৯ জন শিক্ষার্থী।