ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

পাকিস্তানে কাউন্টার টেররিজম দপ্তরে বিস্ফোরণ

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫:৩২, ২৫ এপ্রিল ২০২৩

সর্বশেষ

পাকিস্তানে কাউন্টার টেররিজম দপ্তরে বিস্ফোরণ

পাকিস্তানে আবারও ভয়াবহ আত্মঘাতী হামলা। এবারের টার্গেট খোদ কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টই (সিটিডি)! পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সিটিডি হেডকোয়ার্টারে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, তাদের সবাই পুলিশ সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। পুলিশ জানিয়েছে, সোমবার সোয়াত জেলার কাবাল শহরে এ ঘটনা ঘটে। এ খবর দিয়েছে জিও টিভি।

খবরে জানানো হয়, বিস্ফোরণের পরপরই সোয়াত জেলার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। খাইবার পাখতুনখাওয়ার পুলিশের মহাপরিদর্শক আখতার হায়াত খান বলেন, প্রদেশজুড়ে উচ্চ সতর্ক অবস্থায় আছেন পুলিশ কর্মকর্তারা। জেলা পুলিশ কর্মকর্তা শফি উল্লাহ গন্ডাপুর (ডিপিও) দাবি করেন, এটি আত্মঘাতী হামলা। তবে সিটিডির মহাপরিদর্শক খালিদ সোহাইল আপাতত সেই সম্ভাবনাকে দূরে সরিয়ে রাখছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, পুলিশ স্টেশনে কোনও হামলা বা গুলি চালানো হয়নি।

বিস্ফোরণ এমন একটি জায়গায় হয়েছে যেখানে গোলাবারুদ ও মর্টার শেল মজুত ছিল। এখন তদন্ত করে দেখতে হবে এই বিস্ফোরণ আসলে অবহেলা নাকি সন্ত্রাসী হামলা।
বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডও তদন্ত চালাচ্ছে। এদিকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের বিশেষ শাখায় বিস্ফোরণে নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে স্থানীয় প্রশাসন। নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন শেহবাজ। পুরো ঘটনার একটি প্রতিবেদনে জমা দিতে কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছেন তিনি।

জনপ্রিয়