ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ , ৪ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

সব শিক্ষা অফিস-প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনের নির্দেশ

শিক্ষা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৭, ২৬ এপ্রিল ২০২৩

আপডেট: ১৭:০৭, ২৬ এপ্রিল ২০২৩

সর্বশেষ

সব শিক্ষা অফিস-প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনের নির্দেশ

আগে থেকে না জানিয়ে দেশের সব শিক্ষা অফিস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করতে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সব বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পিটিআই সুপার, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং ইউআরসি ইনস্ট্রাক্টরদের এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে। 

মঙ্গলবার আদেশটি প্রকাশিত হয়। এরআগে গত ১৮ এপ্রিল আদেশটি জারি করা হয়।

জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত মার্চ মাসের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত মোতাবেক মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আগে থেকে না জানিয়ে সব অফিস ও স্কুল তাৎক্ষণিকভাবে পরিদর্শন করতে বলা হয়েছে। 

অধিদপ্তরের প্রশাসন শাখার পরিচালক এস এম আনছারুজ্জামান স্বাক্ষরিত আদেশে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মার্চ মাসের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত মোতাবেক কর্মকর্তাদের আওতাধীন সব অফিস ও বিদ্যালয় পূর্ব ঘোষণা না জানিয়ে তাৎক্ষণিকভাবে পরিদর্শন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জনপ্রিয়