ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

ইজিপিপি’র শ্রমিক দিয়ে চলছে কাবিটা প্রকল্পের কাজ 

দেশবার্তা

আমাদের বার্তা, কুড়িগ্রাম 

প্রকাশিত: ০০:০০, ১ মে ২০২৩

সর্বশেষ

ইজিপিপি’র শ্রমিক দিয়ে চলছে কাবিটা প্রকল্পের কাজ 

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির একটি প্রকল্প অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি প্লাস) শ্রমিকদের দিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গঙ্গাদাস গ্রামের একটি আশ্রয়ণ প্রকল্পের সড়ক সংস্কারে এই অনিয়মের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল ঘুরে ঘটনার সত্যতা পাওয়া যায়।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খন্দকার মো. ফিজানুর রহমান বলছেন, ‘এক প্রকল্পের কাজ আরেক প্রকল্প দিয়ে বাস্তবায়ন করার সুযোগ নেই। এ ধরণের ঘটনা ঘটে থাকলে কাবিটা প্রকল্প থেকে ওই কাজ বাতিল করা হবে।’
পিআইও অফিস সূত্রে জানা গেছে, বেলগাছা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গঙ্গাদাস মৌজার এরশাদের বাড়ি সংলগ্ন পাকা রাস্তা থেকে আবাসন প্রকল্পগামী রাস্তা সংস্কার কাজটি গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতাভুক্ত। রাস্তাটি সংস্কারে প্রকল্পে দুই লক্ষ ৬৬ হাজার ৬০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইজিপিপি প্রকল্পে ওই রাস্তা সংস্কারে কোনও বরাদ্দ নেই। স্থানীয়দের অভিযোগ, বেলগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এই টাকা আত্মসাতের উদ্দেশ্যে ইজিপিপি প্রকল্পের শ্রমিকদের দিয়ে রাস্তাটি সংস্কার করছেন। এ নিয়ে চেয়ারম্যানের ভয়ে প্রকাশ্যে কেউ কিছু বলার সাহস পাচ্ছেন না।
পিআইও অফিস সূত্রে জানা গেছে, ইজিপিপি প্রকল্পে কাজ করা শ্রমিকদের ঈদুল ফিতরের আগে ৩২ দিনের টাকা পরিশোধ করা হয়েছে। এই কাজের বিষয়ে জানতে ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

জনপ্রিয়