নওগাঁয় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ শ্রীঘরে
নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউপি’র ৮বছরের এক স্কুল ছাত্রীকে ফুসলিয়ে পাটক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে আতাহার আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। গ্রেফতারকৃত আতাহার আলী উক্ত গ্রামের মৃত মেহেরজানের ছেলে।
গত শনিবার উপজেলার মিঠাপূর ইউপি’তে জনৈক গ্রামে দুপুর আনুমানিক আড়াইটার দিকে বাড়ীতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে ফুসলিয়ে আতাহার আলী খাবার ও টাকার প্রলোভন দেখিয়ে পাটক্ষেতে নিয়ে ধর্ষন করে। এ ঘটনায় বাদী হয়ে শিশুটির মা থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ রাতেই আটক করে থানায় নিয়ে আসে।
সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, আসামিকে গ্রেফতার করে গতকাল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।