ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব হারাতে পারে যে ৫ দেশ

খেলা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:৫০, ২ মে ২০২৩

সর্বশেষ

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব হারাতে পারে যে ৫ দেশ

বড় কোনো ক্রীড়ার আসর মানেই বিশাল অঙ্কের বাজেট, জমজমাট আয়োজন এবং স্টেডিয়াম ও টিভি স্বত্ব থেকে আয়। আছে সংশ্লিষ্ট আরও কিছু অর্থনৈতিক বিষয়ও। এসব প্রতিযোগিতার আসর সরাসরি স্ক্রিনে দেখতে তুমুল আগ্রহ থাকে দর্শকদের। আর তা যদি হয় ফুটবল বিশ্বকাপ, তাহলে তো কথাই নেই! চলতি বছরের জুলাই-আগস্টে মাঠে গড়াচ্ছে নারীদের বিশ্বকাপ ফুটবল। বিশ্বব্যাপী এই আয়োজন উপভোগ করা যাবে টেলিভিশনে। তবে এক্ষেত্রে সম্প্রচারের সুযোগ হারাতে পারেন পাঁচটি দেশ।

মূলত বিশ্বকাপের ম্যাচগুলো টিভিতে সম্প্রচারের জন্য কয়েকটি দেশের পক্ষ থেকে ছোট অঙ্কের প্রস্তাব এসেছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। যে পাঁচটি দেশের পক্ষ থেকে এই প্রস্তাব এসেছে, সেগুলো হলো- যুক্তরাজ্য, স্পেন, জার্মানি, ইতালি ও ফ্রান্স।

জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার এক সভায় ফিফা প্রেসিডেন্ট বলেছেন, মেয়েদের ফুটবলের দরপতনের এই প্রচেষ্টাকে কোনোভাবেই মেনে নেবেন না তারা।

ইনফান্তিনো বলেন, ‌‘পরিষ্কার করে বলতে চাই, ফিফা নারী বিশ্বকাপের ম্যাচগুলো কম মূল্যে বিক্রি না করা আমাদের নৈতিক ও আইনী বাধ্যবাধকতার মধ্যেই পড়ে। এজন্য যদি প্রস্তাবগুলো এরকম অন্যায্য হতে থাকে, তাহলে আমরা ইউরোপের ওই ‘বিগ ফাইভ’ দেশগুলোতে নারী বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার না করতে বাধ্য হব।’

সম্প্রচার স্বত্ব এত কম প্রস্তাব করার পেছনে সময়ের পার্থক্যকে একটি বড় কারণ মনে করা হচ্ছে। ইউরোপীয় টিভির ‘প্রাইম টাইমে’  বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে না। তবে এটি কোনো অজুহাত হতে পারে বলে মনে করেন না ফিফা প্রেসিডেন্ট। ‘হয়তো… ইউরোপে প্রাইম টাইমে খেলাগুলো হচ্ছে না। তারপরও তো সকাল ৯টা বা ১০টায় শুরু হবে ম্যাচগুলো। কাজেই যথেষ্ঠ উপযুক্ত সময় এটি।’

জানা গেছে, মেয়েদের বিশ্বকাপের জন্য সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো ১০ লাখ থেকে ১ কোটি মার্কিন ডলারের প্রস্তাব দিচ্ছে। সেখানে ছেলেদের বিশ্বকাপের জন্য ফিফা পেয়ে থাকে ১০ কোটি থেকে ২০ কোটি মার্কিন ডলার পর্যন্ত। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আসন্ন মেয়েদের বিশ্বকাপ শুরু আগামী ২০ জুলাই থেকে।

গত ২০১৯ মেয়েদের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ফ্রান্সে। সেখানে সব প্ল্যাটফর্ম মিলিয়ে মোট ১১০ কোটির বেশি দর্শক টুর্নামেন্টটির ম্যাচগুলো দেখেছেন বলে ফিফার অডিটে জানা গেছে।

জনপ্রিয়