ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

একই পদে দুই শিক্ষককে নিয়োগ, প্রধান শিক্ষক কারাগারে

শিক্ষা

আমাদের বার্তা, নীলফামারী 

প্রকাশিত: ০০:০০, ৮ মে ২০২৩

সর্বশেষ

একই পদে দুই শিক্ষককে নিয়োগ, প্রধান শিক্ষক কারাগারে

নীলফামারীর ডিমলা উপজেলায় একই পদে দুই শিক্ষককে নিয়োগ দেয়ার ঘটনায় জালিয়াতি ও প্রতারণার মামলায় বালাপাড়া নিউ মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। গত শনিবার দুপুরে ওই প্রধান শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার পোস্ট অফিস মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০১৫ খ্রিষ্টাব্দে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিউ মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সামাজিক বিজ্ঞানের শিক্ষক হিসেবে নিয়োগ পান রুস্তম আলী। ২০১৯ খ্রিষ্টাব্দে তিনি এমপিওভুক্তির জন্য আবেদন করেন। কিন্তু একই বছর বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জালিয়াতি করে একই পদে বিকাশ চন্দ্র নামে আরেকজনকে নিয়োগ দেখিয়ে এমপিওভুক্তির আবেদন পাঠান। পরবর্তীতে চাকরি এমপিওভুক্ত না হওয়ায় প্রধান শিক্ষকসহ তিনজনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন রুস্তম আলী।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, শিক্ষক নিয়োগে জালিয়াতি ও প্রতারণার মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় ওই প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

জনপ্রিয়