ঢাকা শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ২৯ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

লক্ষ্মীপুরে নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবি

দেশবার্তা

আমাদের বার্তা, লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:০২, ১৯ জানুয়ারি ২০২৩

সর্বশেষ

লক্ষ্মীপুরে নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবি

সারাদেশে নির্মাণ শ্রমিকদের বাসস্থান নিশ্চিত, কর্মস্থলে নিরাপত্তা, কর্মস্থলে নিহত শ্রমিককে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণসহ ১২ দফা দাবি জানিয়েছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) লক্ষ্মীপুর শাখা।

গতকাল বুধবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে নির্মাণ শ্রমিকদের দাবি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি পরবর্তী মানববন্ধন ও সামবেশ থেকে শ্রমিক নেতারা এসব দাবি জানান। এতে জেলার কয়েক’শ নির্মাণ শ্রমিক অংশগ্রহণ করেন। এসময় শ্রমিকরা হাতে লাল পতাকা নিয়ে দাবি আদায়ে স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নাল আবেদীন, আহবায়ক আব্দুল মাবুদ আলম, সাধারণ সম্পাদক মোঃ নুর আলম, নারী নেত্রী মমতাজ বেগম প্রমুখ। 
বক্তারা বলেন, নির্মাণ শ্রমিকরা নানাভাবে বৈষম্যের শিকার। তারা নগরায়নে অবদান রাখলেও শ্রমিক হিসেবে সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।  শ্রমিকদের পেশাগত ঝুঁকি অনেক, কিন্তু দুর্ঘটনা ঘটলে ন্যূনতম ক্ষতিপূরণ তারা পান না। তাই অচিরেই শ্রমিকদের এসব দাবি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

জনপ্রিয়