ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ৯ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

উখিয়ায় রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা 

জাতীয়

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩:১২, ৮ মার্চ ২০২৩

আপডেট: ১৩:১২, ৮ মার্চ ২০২৩

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা 

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারীদের গুলিতে এক রোহিঙ্গা নেতা (হেড মাঝি) নিহত হয়েছেন। বুধবার সকালে উখিয়া কুতুপালং ক্যাম্প-২ ইস্টে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ছৈয়দ হারুন উর রশিদ। 

গুলিতে নিহত রোহিঙ্গা নেতার নাম সৈয়দ হোসেন ওরফে কালা বদ্দা। তিনি উখিয়া উপজেলার কুতুপালং ২- ইস্টে রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি ছিলেন। 

অতিরিক্ত ডিআইজি ছৈয়দ হারুন উর রশিদ বলেন, সৈয়দ হোসেন সকালে ঘর থেকে বের হন। আরসা নামধারী একদল দুষ্কৃতিকারী অতর্কিতভাবে তাকে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের অভিযান চলছে।

উখিয়ার বালুখালী কতুপালং ক্যাম্প-২ ইস্টের বাসিন্দা আলী হোসাইন জানান, হেড মাঝি ক্যাম্পে ‘আরসা’ বিরোধী অবস্থানে সোচ্চার ছিলেন। সে কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ আবারও সক্রিয় হয়েছে। ফলে ক্যাম্পগুলোতে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। এ নিয়ে ক্যাম্পের লোকজন ভয়ভীতির মধ্য রয়েছেন।

জনপ্রিয়