ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

উপ-নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬

দেশবার্তা

আমাদের বার্তা, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

প্রকাশিত: ০০:০০, ১৭ মে ২০২৩

সর্বশেষ

উপ-নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬

পটুয়াখালীর মির্জাগঞ্জের কাঁকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে তিন গ্রুপের মধ্যে সংঘর্ষে নৌকা ও স্বতন্ত্র (আনারস) প্রার্থীর উভয় পক্ষের ৬ জন গুরুতর আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা দক্ষিণ গাবুয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘোড়া মার্কা স্বতন্ত্র প্রার্থী মোঃ সেলিম মিয়ার সমর্থকদের হামলায় আহত নৌকা মার্কার সমর্থক মোঃ আবুল বাশার, শাহজাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং অবস্থা আশঙ্কজনক হওয়ায় মোঃ উজ্জ্বলকে শেবাচিমে পাঠানো হয়। অপরদিকে নৌকার সমর্থকদের হামলায় আহত আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী মোঃ লিটন ও মোঃ শহিদ মৃধাসহ ৩ জনকে পার্শ্ববর্তী বরগুনা হাসপাতালে নেওয়া হয়।
জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে  ইউনিয়নের দক্ষিণ গাবুয়া এলাকায়  আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসের সমর্থকরা প্রচারণায় নয়া বাড়িতে গেলে সেখানে নৌকার সমর্থকরা তাদের লাঠি ও রট দিয়ে পিটিয়ে আহত করে। হামলার পরে যাওয়ার পথে নৌকার ওসব সমর্থকদের ওপর গাবুয়া এলাকায় হামলা করে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কার মোঃ সেলিম মিয়ার সমর্থকরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে নৌকা মার্কার প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। 
স্বতন্ত্র প্রার্থী মোঃ কামাল হোসেন বলেন, নৌকার লোকজন আমার লোকজনকে মারধর করে আহত করেছে। পুলিশকে ঘটনা অবহিত করা হয়েছে। 
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেল তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

জনপ্রিয়