ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

গ্যাসের অভাবে কুমিল্লায় ঘরে ঘরে হাহাকার

দেশবার্তা

আমাদের বার্তা, কুমিল্লা

প্রকাশিত: ০০:০০, ১৮ মে ২০২৩

সর্বশেষ

গ্যাসের অভাবে কুমিল্লায় ঘরে ঘরে হাহাকার

গ্যাস সঙ্কটে চরম ভোগান্তির শিকার হচ্ছেন কুমিল্লার হাজার হাজার আবাসিক গ্রাহক। গ্যাসের অভাবে ঘরে ঘরে হাহাকার দেখা দিয়েছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) আওতাধীন এসব গ্রাহক প্রতি বছরই এমন সঙ্কটে পড়েন। নগরীসহ আশপাশের বেশ কয়েকটি উপজেলার গ্রাহক দিনের অধিকাংশ সময়ই গ্যাস পাচ্ছেন না। কিন্তু ভোগান্তি নিরসনে কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে ভোক্তভুগীদের অভিযোগ।
আবাসিক গ্যাস গ্রাহকদের মতে, কুমিল্লায় গ্যাস সমস্যা বিজিডিসিএলের কারিগরি সমস্যা, যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার অভাব রয়েছে। প্রতিদিন সকাল ৭টা থেকেই চুলায় গ্যাসের প্রেসার একেবারেই কম থাকে। বেলা ২-৩টার দিকে আস্তে আস্তে বাড়তে থাকে। আবার সন্ধ্যায় প্রেসার কমে যায়। ফের বাড়ে রাত ৯টার দিকে। সাংসারিক গুরুত্বপূর্ণ সময়ে গ্যাসের প্রেসার না থাকায় গ্রাহকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্তমানে কুমিল্লা নগরীর অধিকাংশের বেশি এলাকাতে একেবারেই গ্যাস নেই।
জানা যায়, কুমিল্লা নগরীর টমসমব্রীজ, হাউজিং এস্টেট, বাগিচাগাঁও, রেইসকোর্স, বিষ্ণুপুর, ছোটরা, অশোকতলা, কালিয়াজুরি, পুলিশ লাইন, ভাটপাড়া, আশ্রাফপুর, শাকতলা, চাঁনপুর, শুভপুর, চকবাজার, মোগলটুলি, সংরাইশ, নবগ্রাম, নলুয়াপাড়া, সুজানগর, পাথুরিয়াপাড়া, নুরপুর, তেলিকোনা এবং চৌয়ারা, চৌদ্দগ্রামে বাতিশাসহ অনেক গ্রাম, বুড়িচংয়ের ময়নামতি, রামপুর ও আদর্শ সদর উপজেলার অনেক এলাকায় ভোর থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাসের চাপ খুবই কম থাকে। একই অবস্থা জেলার অন্যান্য উপজেলায়ও।
এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদার বলেন, সমুদ্রের উত্তাল ঢেউয়ের কারণে এলএনজি আসতে পারছে না। তাই গ্যাস সঙ্কট। আর শুধু কুমিল্লা নয়, চট্টগ্রাম, চাঁদপুরেও সঙ্কট সৃষ্টি হয়েছে। আরো ৬/৭ দিন পর এই সঙ্কট দূর হয়ে যাবে। তাছাড়া আরো কিছু এলাকায় পাইপলাইন সংস্কার করে গ্রাহকদের সঙ্কট সমাধানের উদ্যোগ নেয়া হবে।

জনপ্রিয়