ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

দশ শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে এমপির ছেলে

শিক্ষা

আমাদের বার্তা, ময়মনসিংহ 

প্রকাশিত: ০০:০০, ১৯ মে ২০২৩

সর্বশেষ

দশ শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে এমপির ছেলে

ময়মনসিংহে বিধি বর্হিভূতভাবে এক ব্যক্তি ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ৫ টি উচ্চ বিদ্যালয় ও ২টি ফাজিল মাদরাসা এবং ৩টি  দাখিল মাদরাসা। তিনি আর কেউ নন, ময়মনসিংহ (ফুলবাড়ীয়া) ৬ আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিনের বড় ছেলে ও ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক সেলিম। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 
জানতে চাইলে ইমদাদুল হক সেলিম জানান, ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের বেশি প্রতিষ্ঠানে সভাপতি থাকা যাবে না-এমন নির্দেশনা পাওয়ার পর তিনি ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ১০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন। তিনি আরো জানান, তিনি ফুলবাড়ীয়া  উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য। সেই হিসেবে  এবং কমিটি নিয়ে গ্রুপিং বা কোন্দল থাকলে তাকে সভাপতি করা হয়। 
এ ব্যপারে জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বলেন, ২টি কলেজ ও ২টি উচ্চ বিদ্যালয় মোট ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের বেশি সভাপতি হওয়ার কোনো সুযোগ নেই।

জনপ্রিয়