ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

চবিতে প্রক্টরসহ ১৬ জনের একসঙ্গে পদত্যাগ

শিক্ষা

আমাদের বার্তা, চবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩১, ১৩ মার্চ ২০২৩

সর্বশেষ

চবিতে প্রক্টরসহ ১৬ জনের একসঙ্গে পদত্যাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রক্টরসহ একইসঙ্গে ১৮ পদে ১৬ জন পদত্যাগ করেছেন। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে রেজিস্ট্রার কে এম নূর আহমেদের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন তারা।

পদত্যাগকারী ১৬ জনই ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে লিখিত পত্রে উল্লেখ করেছেন। ১৮ পদের মধ্যে একটি প্রক্টরের, পাঁচটি সহকারী প্রক্টরের, ১১টি বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও হাউজ টিউটর পদ ও একটি আইকিএসির অতিরিক্ত পরিচালক পদ।

পদত্যাগকারীরা হলেন,প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া, সহকারী প্রক্টর এস এম জিয়াউল ইসলাম, শহীদুল ইসলাম, রামেন্দু পারিয়াল, শাহরিয়ার বুলবুল, গোলাম কুদ্দুস লাভলু, শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া, শাহজালাল হলের হাউজ টিউটর শাহরিয়ার বুলবুল, এ এফ রহমান হলের হাউজ টিউটর আনাবিল ইহসান, প্রীতিলতা হলের হাউজ টিউটর ফারজানা আফরিন, শহীদ আব্দুর রব হল ড. এইচ এম আব্দুল্লাহ আল মাসুদ, শহীদ আব্দুর রব হল হাউজ টিউটর রমিজ আহমদ, শামসুন নাহার হলের হাউজ টিউটর সাকিলা তাসমিন, আলাওল হলের সিনিয়র হাউজ টিউটর ঝুলন ধর,  খালেদা জিয়া হলের হাউজ টিউটর শাহ আলম, নাসরিন আক্তার ও উম্মে হাবিবা এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো ওমর ফারুক।

রেজিস্ট্রার কে এম নূর আহমেদ বলেন,আমি ১৬ জনের পদত্যাগপত্র পেয়েছি। সবাই ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগ করেছেন।

উপাচার্য ড. শিরীণ আখতার বলেন, নতুন প্রক্টর নিয়োগ দিয়েছি আমরা। অন্য পদগুলোতে দ্রুত নিয়োগ দেওয়া হবে।

জনপ্রিয়