ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

এসএসসিতে অনিয়ম করলে কোনো ছাড় নয় : শিক্ষামন্ত্রী

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৬, ২৫ এপ্রিল ২০২৩

আপডেট: ২০:২৮, ২৫ এপ্রিল ২০২৩

সর্বশেষ

এসএসসিতে অনিয়ম করলে কোনো ছাড় নয় : শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমান পরীক্ষায় অনিয়ম করলে কাউকে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, কোনো পরীক্ষায় অনিয়ম নিয়েই ছাড় দেয়ার সুযোগ নেই। আর এসএসসি এমন একটি পরীক্ষা যেখানে সবার সম্পৃক্ততা থাকে। যেখানেই কোনো সমস্য হবে সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। 

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

গত বছরের এসএসসি পরীক্ষায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর একটি কেন্দ্রের সচিবসহ শিক্ষকরা প্রশ্ন সর্টিংয়ের সময় কয়েকটি বিষয়ের প্রশ্ন বের করে নিয়ে শিক্ষার্থীদের কাছে বিক্রি করেছিলেন। পরে অবশ্য সে বিষয়গুলোর পরীক্ষা স্থগিত ঘোষণা করে পরে নতুন প্রশ্নে পরীক্ষা নেয়া হয়েছে। 

এ নিয়ে মন্ত্রী বলেন, ভুরুঙ্গামারীর সেই অভিজ্ঞতা থেকে প্রশ্ন সর্টিংয়ের সময় অবশ্যই যেনো ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকেন তা নিশ্চিত করতে বলা হয়েছে। এটি থাকবার কথা। একটি জায়গায় ব্যত্যয় হয়েছিলো বলেই সে সুযোগ হয়তো পেয়েছিলো। এবার এটি যেনো কোনোভাবেই ব্যত্যয় না ঘটে তা নিশ্চিত করতে বলা হয়েছে। 

মন্ত্রী বলেন, গতবছর ভুরুঙ্গামারীতে যে চেষ্টাটি হয়েছিলো, তা সফল হয়নি। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার পরীক্ষার্থীদের কোনো সমস্যায় হয়নি। পরীক্ষায় কোনো সমস্যা হয়নি। ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। ওই কেন্দ্রের প্রধান এখনো জেলে আছেন। তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেয়া দরকার তা নেয়া হয়েছে। কোথাও কোনো ছাড় দেয়া হয়নি, কোথাও কোনো ছাড় দেয়া হবে না।

জনপ্রিয়