ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

নিষেধাজ্ঞা অমান্য করে খোলা রয়েছে কোচিং সেন্টার

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ০০:০০, ৮ মে ২০২৩

সর্বশেষ

নিষেধাজ্ঞা অমান্য করে খোলা রয়েছে কোচিং সেন্টার

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে দেশের সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা থাকলেও তা মানছেন না প্রায় কেউ। খোলা রয়েছে দেশের প্রায় সব কোচিং সেন্টার।
এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে এবং ‘প্রশ্ন ফাঁসের অপচেষ্টা বা গুজব রুখতে’ ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে সরকার। তবে শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, প্রতিবছরই এ ধরনের নির্দেশনা দেয়া হলেও তা বাস্তবায়নে কোনো উদ্যোগ নেয়া হয় না। এমনকি নেই কোনো মনিটরিং টিম। যার কারণে কোচিং সেন্টারগুলো নির্দেশনা অমান্য করে নিয়মিত তাদের ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। ফলে প্রশ্নপত্র ফাঁস বা ফাঁসের নামে গুজব ছড়ানোর সুযোগ থেকেই যাচ্ছে। কারণ এসব কোচিংয়ে দেশের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকরা ক্লাস নেন। তারা কখনো কখনো কোচিংয়ের সুনাম ধরে রাখতে প্রশ্নপত্র ফাঁসের মতো জঘন্য কাজেও লিপ্ত হচ্ছেন।
এদিকে কোচিং সেন্টারের মালিকরা বলছেন, করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন কোচিং বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছেন তারা। এখন নিয়মিত কোচিংয়ের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। 
রাজধানীর মিরপুর, ফার্মগেট, গ্রিনরোড, বেইলি রোড সরেজমিন ঘুরে এবারও এসএসসি পরীক্ষা চলা অবস্থায় কোচিং সেন্টার খোলা থাকার প্রমাণ পাওয়া গেছে। দেখা গেছে, এসব জায়গায় একাডেমিক কোচিংগুলোতে ক্লাস চলছে আগের মতোই। এমনকি গোপনে কিছু কোচিং সেন্টার এসএসসি পরীক্ষার্থী ব্যাচের ক্লাসও চালু রেখেছে। অন্য ক্লাসের কোচিংয়ের আগে সকাল বেলা তাদের কোচিং হয়। এমনো দেখা গেছে, ভবনের দেয়ালে সরকারি নির্দেশনা ঝোলানো, কিন্তু ভেতরে চলছে ক্লাস। এর পাশাপাশি খোলা রয়েছে চাকরির প্রস্তুতির কোচিং ও ভর্তি কোচিংও।
জানতে চাইলে মিরপুর গার্লস আইডিয়াল কলেজের পাশের গলির প্রত্যয় কোচিংয়ের পরিচালক শাহজালাল সালমান বলেন, সরকারি নির্দেশনা নামে। এখানে সবাই কোচিং খোলা রেখেছে। আমাদের সব ব্যাচে নিয়মিত ক্লাস হচ্ছে। তবে এসএসসির কোনো ব্যাচ আমাদের নেই।
ফার্মগেট এলাকার তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়, তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি বিজ্ঞান কলেজ, হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, হলিক্রস কলেজ, বটমলী হোম বালিকা উচ্চবিদ্যালয়, তেজগাঁও মডেল হাইস্কুলসংলগ্ন কোচিং সেন্টারগুলোও খোলা দেখা গেছে।

জনপ্রিয়