ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

ভূমিকম্প কাভার করা সাংবাদিকদের জিজ্ঞাসাবাদ করছে তুরস্ক

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

সর্বশেষ

ভূমিকম্প কাভার করা সাংবাদিকদের জিজ্ঞাসাবাদ করছে তুরস্ক

৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পের সময় এর উৎপত্তিস্থল থেকে ২০০ মাইল দূরে অবস্থান করছিলেন ফ্রিল্যান্স তুর্কি সাংবাদিক মীর আলী কোসের। ঘটনার পর ক্যামেরা ও মাইক্রোফোন নিয়ে বেরিয়ে পড়েন তিনি। ক্ষতিগ্রস্ত ও আটকেপড়াদের ঘটনার ভিডিও করে তা টুইটারে প্রকাশ করছিলেন মীর আলী কোসের। বর্তমানে তুর্কি সরকার তাকে ‘ভুয়া সংবাদ’ ছড়ানোর অভিযোগে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। খবর বিবিসি’র।

এদিকে তুরস্ক ও সিরিয়া মিলে এ ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে।

জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিক মীর আলী কোসেরের তিন বছরের কারাদণ্ড হতে পারে। মীর একা নন, ভূমিকম্প কাভার করা আরও তিন সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করছে তুর্কি সরকার।

সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, আরও কয়েক ডজন সাংবাদিককে আটক করা হয়েছে এবং হেনস্তা করে ছেড়ে দেওয়া হয়েছে। তাদেরকে সংবাদ সংগ্রহ থেকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে।

তবে এ ঘটনায় বিবিসি তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের মিডিয়া দপ্তরে যোগাযোগ করলেও এ বিষয়ে কোনো বক্তব্য পায়নি।

জনপ্রিয়