ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

শাহজালালে বিমান থেকে ২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ

জাতীয়

প্রকাশিত: ১৯:২৯, ১৮ মে ২০২৩

সর্বশেষ

শাহজালালে বিমান থেকে ২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে প্রায় ২৫ কোটি টাকার ২০৪টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। 

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার (প্রিভেনটিভ) মোকাদ্দিস হোসেন। 

কাস্টমস সূত্রে জানা যায়, বেলা ১১টা ২৫মিনিটে বিমানবন্দরে অবতরণ করে চট্টগ্রাম হয়ে আসা মাস্কাট থেকে বাংলাদেশ বিমানের বিজি ১২২ ফ্লাইটটি। এরপর ঢাকা কাস্টম হাউসের কমিশনারের নির্দেশে বিমানবন্দরের রানওয়েতে পুরো বিমানটি ঘিরে ফেলে কাস্টম কর্মকর্তারা। পরে বিমানটির কার্গো হোল থেকে পরিত্যক্ত অবস্থায় ২০৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার (প্রিভেনটিভ) মোকাদ্দিস হোসেন, জেবুন্নেসা ও সেগুফতা মাহজাবিনের নির্দেশে এ অভিযান পরিচালনা করে। 

সেগুফতা মাহজাবিন জানান, উদ্ধার করা ২০৪টি স্বর্ণের বারের ওজন প্রায় ২৩ কেজি ৬ শ’ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। জব্দ  স্বর্ণের বারের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

জনপ্রিয়