ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

ঢাবি থেকে ২১ গবেষকের পিএইচ.ডি ও ১১ জনের এম.ফিল অর্জন

দেশবার্তা

আমাদের বার্তা, ঢাবি

প্রকাশিত: ০০:০০, ১৯ মে ২০২৩

সর্বশেষ

ঢাবি থেকে ২১ গবেষকের পিএইচ.ডি ও ১১ জনের এম.ফিল অর্জন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সম্প্রতি ২১ গবেষক পিএইচ.ডি এবং ১১জন এম ফিল ডিগ্রি অর্জন করেছেন। বিষয়টি গতকাল বৃহস্পতিবার জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।
পিএইচ.ডি. ডিগ্রিপ্রাপ্তরা হলেন– মুহাম্মদ ইয়াছিন, মুহাম্মদ আতিকুর রহমান, মো. মেসবাহ উদ্দীন, মো নাসিরুল ইসলাম, মো, আরিফুল আনোয়ার খান, ইয়াসমীন সুলতানা,  হুমায়রা রশীদ, সানজিদা রহমান মল্লিকা, জেসমিন আক্তার জলি, সেলিনা ফাতেমা বিনতে শহিদ, সবুর আহমেদ, ফাতেমা তুজ জোহরা, মো. আল আমীন, হাফিজ আহমেদ চৌধুরী, পারুল আখতার, নূরে আক্তার, নাফিজা ইসলাম, নাঈমাতুল জান্নাত নিপা, মোহাম্মদ আলী আজগর চৌধুরী, শেখ মোহাম্মদ সায়েম এবং মনিশংকর সরকার।
পাশাপাশি এম.ফিল ডিগ্রিপ্রাপ্তরা হলেন– তাহমিনা আফরোজ, মো. মিজানুর রহমান, লায়লা খালেদা রিমি, মো. রাশেদুল ইসলাম, মোহাম্মদ আবু জাফর, শামীমা আকতার, আব্দুল্লাহ নাসির পুলক, রেহনুমা পারভীন নিঝুম, সায়মুন নেছা, সৈয়দা আমিনা ইফাত এবং অমনিকা বানিয়া।
জানা যায়, গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এসব ডিগ্রি দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

জনপ্রিয়