ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

মধুপুরে ধান-চাল সংগ্রহ শুরু

দেশবার্তা

আমাদের বার্তা,  টাঙ্গাইল

প্রকাশিত: ০০:০০, ১৯ মে ২০২৩

সর্বশেষ

মধুপুরে ধান-চাল সংগ্রহ শুরু

‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় সরকারিভাবে বোরো মৌসুমের ধান চাল সংগ্রহ শুরু করেছে খাদ্য অধিদপ্তর।  গতকাল বৃহস্পতিবার মধুপুর পৌর শহরের কলেজ পাড়ার মধুপুর খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে ধান-চাল সংগ্রহ শুরু হয়। চলতি মৌসুমে মধুপুর উপজেলায় কৃষকের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে ১১ হাজার ৬০ মেট্রিক টন ধান ও ৪০ টাকা কেজি দরে ৬ হাজার চারশ ২৩ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য ও গুদাম কর্মকর্তা শাকিলা শারমিন। আর ধান-চাল ক্রয় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন। 
এসময় মধুপুর পৌরসভার মেয়র আলহাজ মো. সিদ্দিক হোসেন খান, গুদাম কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শোলাকুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুরা নাম্নী, মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়