ঢাকা শনিবার, ০৬ জুলাই ২০২৪ , ২১ আষাঢ় ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

আব্দুল হাই সরকার ঢাকা ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

অর্থনীতি

বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ১৯:২০, ২ জুলাই ২০২৪

সর্বশেষ

আব্দুল হাই সরকার ঢাকা ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন আব্দুল হাই সরকার। পরবর্তী দুই বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।

আব্দুল হাই সরকারের জন্ম সিরাজগঞ্জে। তিনি ১৯৭০ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (এম কম) ডিগ্রি অর্জন করেন। পরে স্বাধীন বাংলাদেশের একজন স্বনামধন্য শিল্পপতি হিসেবে পরিচিতি পান। দেশের সুপরিচিত পূর্বাণী গ্রুপ তার নেতৃত্বে গড়ে ওঠে।

ঢাকা ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল হাই সরকার। এ ছাড়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সাবেক সহসভাপতি, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

আব্দুল হাই সরকার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান। তিনি বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাকালীন সদস্য। তিনি যুক্তরাজ্যভিত্তিক ইন্টারন্যাশনাল কটন অ্যাসোসিয়েশনের সাবেক নির্বাহী পরিচালক।

আব্দুল হাই সরকারের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা ব্যাংকের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম এবং গ্রাহকদের ব্যাংকিং সেবায় উৎকর্ষতার পথে যাত্রা আরো সাবলীল হবে বলে প্রত্যাশা প্রতিষ্ঠানটির।
 

জনপ্রিয়